করোনা মহামরির অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় আমদানিতে বাংলাদেশ ব্যাংকের দেয়া নীতি সহায়তার সময়সীমা আরও ৬ মাস বাড়ানো হয়েছে। ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।
এর আগে ৩০ জুন পর্যন্ত আমদানি নীতি সহায়তা দেয়ার কথা ছিল ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, ৩০ জুন বলবত আমদানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
নীতি সহায়তার অংশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জীবনরক্ষাকারী ওষুধ, চিকিৎসা সামগ্রী প্রভৃতির ক্ষেত্রে বিদেশি রিপেমেন্ট গ্যারান্টি কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানি মূল্য বাবদ অগ্রিম ৫ লাখ ডলার পরিশোধ কর যাবে।
শিল্পের কাঁচামালের আমদানি মূল্য ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন মেয়াদে পরিশোধের সুযোগ থাকছে।
একই সুবিধা কৃষি যন্ত্রপাতি ও সার আমদানির ক্ষেত্রেও বলবৎ থাকবে।
এর আগে চলমান পরিস্থিতিতে রপ্তনিকারকদের জন্য সুবিধা বাড়ানো হয়েছে। একইভাবে আমদানিকারদের জন্যও কিছু নীতি সহায়তার সময়সীমা বাড়ানো হলো।