চাঁদপুর কচুয়া ইসলামী এজেন্ট ব্যাংক এর চোরাই ৭লক্ষ টাকা উদ্ধার,ও ঘটনার সাথে জড়িত থাকায় ৩ জনকে আটক করা হয়েছে৷।
পুলিশ সূত্রে জানা যায়, ৭জুন ৫টার সময় কচুয়া থানাধীন ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া বাজারস্থ ইসলামী এজেন্ট ব্যাংক থেকে ৮,১৬,৪২২/-(আট লক্ষ ষোল হাজার চারশত বাইশ) টাকা চুরি হয়। উপরোক্ত বিষয়ে অভিযোগ পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সন্দেহভাজন ০৩ (তিন) জন ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সদ্ধিগ্ধ গ্রেফতারকৃত আসমী ০১) মোঃ আব্দুল্লাহ আল মামুন খান (৩৪), পিতাঃ- আবু তাহের খান, মাতাঃ- মৃত আমেনা খানম, ০২) মাহবুবুল আলম(৩৫), পিতাঃ- মৃত করিম মাস্টার, ০৩) মোসাঃ সুলতানা রাজিয়া(৩৫), স্বামীঃ- ইমাম হোসেন, সর্বসাং- কাদলা উত্তর পূর্বপাড়া, থানাঃ- কচুয়া, জেলাঃ- চাঁদপুরগণ’দের দখল হইতে ০৮/০৬/২০২১খ্রিঃ তারিখ ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীদের গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয় এবং চোরাই যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামীদের গ্রেফতারের জন্য আদালতে রিমান্ড এর আবেদন প্রেরণ করা হয়েছে।