চাঁদপুরে ডিএনসির অভিযানে পৌর ১৩নং ওয়ার্ডের খলিশাডুলীর চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুক সৈকত (২৫) ২২পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন খলিশাডুলি গ্রামের খান বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি নিজ দেহ তল্লাশি করে আসামি মোঃ ওমর ফারুক সৈকত(২৫) পিতা -ইমরান খাঁন, মাতা-তাহমিনা খাতুন তে ২২পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ইয়াবা ব্যবসা করে আসছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ. কে. এম. দিদারুল আলম জানান, আমাদের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপৃর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেছেন। এই অভিযান চলছে চলবে।