শিরোনাম
বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্কের আলোচনা নতুন বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায় সব ধরনের সহায়তা দিচ্ছে: প্রধান উপদেষ্টা দুবাই সামিটে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন প্রধান বিচারপতি কুড়িগ্রাম সীমান্তে বাড়তি নজরদারি, আতঙ্কে স্থানীয় কৃষকরা নাফ নদে মাছ ধরার অনুমতি, দীর্ঘ আট বছর পর জেলেদের স্বস্তি ২৩ দিন পর পুকুর থেকে স্কুলছাত্র রোমানের লাশ উদ্ধার গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পাশে বাংলাদেশ সেনাবাহিনী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু রাজশাহীতে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে সেতুবন্ধন তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র মন্ত্রণালয় বেনাপোল সীমান্তে শিশুসহ ১৪ নারী-পুরুষ আটক
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

চাঁদপুরে প্রাথ‌মিক শিক্ষা অফিসারের দায়িত্ব অবহেলায় কমিটি গঠন

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১

চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের তহবিলে অর্থ থাকার পরও ২০১৮ সাল থেকে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার কারণে জেলা প্রথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিনের দায়িত্ব অবহেলায় বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে চাঁদপুর জেলা প্রশাসক কমিটি গঠন করেছেন।

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গত ৫ মে ২০২১ খ্রিঃ তারিখে চার সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেন।

কমিটির আহবায়ক হচ্ছেন, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান এবং সদস্য সচিব সহকারী কমিশনার (শিক্ষা শাখা) ও জেলা প্রশাসকের প্রতিনিধি আবিদা সিফাত। সদস্যরা হচ্ছেন, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকোশলী স্বপন কুমার সাহা এবং চাঁদপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকোশলী মোঃ আলী নূর।

উক্ত কমিটি গত ২৫ মে সকাল ১১ টায় চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। পর্যাপ্ত অর্থ থাকার পরও গত তিন বছর থেকে ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার কারণে মাদকসেবী ও দুর্বৃত্তরা নির্মানাধীন ভবনের গ্রীল, টয়লেট, দেয়াল, গভীর নলকূপসহ অনেক অবকাঠামো ভেঙ্গে পেলে এবং চুরি করে নিয়ে যায়। এতে চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কমিটি সরেজমিন তদন্তের সময় ক্ষয়ক্ষতি হওয়া অবকাঠামো সমূহ লিপিবন্ধ করেন এবং এর স্থির চিত্র সংগ্রহ করেন।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্প কমিটির আহবায়কের দায়িত্বে থাকা সত্ত্বেও ২০১৮ সালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্ব নেওয়ার পর থেকে একবারও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মিটিং করেননি এবং বিদ্যালয়টি একদিনও পরিদর্শন করেননি। অথচ, শিশু কল্যাণ ট্রাস্টের নীতিমালা অনুযায়ী প্রতিমাসে একবার মিটিং করার নিয়ম রয়েছে। বিদ্যালয় ভবন নির্মাণ তহবিলে টাকা থাকার পরও তিনি গত তিন বছরে নির্মাণাধীন ভবনের কোনো কাজ করেনি।

বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক তদন্ত কমিটির কাছে এসে বলেন, বিগত কয়েক বছর থেকে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখার কারণে ভবনের গুণগত মান নষ্ট হয়ে গেছে। এছাড়াও মাদকসেবী এবং দুর্বৃত্তরা সুবিধাবঞ্চিত, শ্রমজীবী শিশুদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের গ্রিল, টয়লেট, দেয়াল, গভীর নলকূপ সহ অনেক অবকাঠামো ভেঙ্গে এবং চুরি করে নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ডিপিইও সাহাব উদ্দিন গরিবের এই শিক্ষা প্রতিষ্ঠানকে পরিকল্পিত ভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

এসময় তারা চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিনের দায়িত্ব অবহেলা, আর্থিক অনিয়ম, দুর্নীতি বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়কে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধারের আহবান জানান।

অভিভাবকগন আরো জানান, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়কে রক্ষা করার দাবিতে আমরা গত ১০ মার্চ ২০২১ খ্রিঃ তারিখে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি। জেলা প্রশাসক মহোদয় তখন আমাদেকে এই ব্যপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের অর্থের হিসাব না দেওয়া এবং অসত্য তথ্য প্রদানসহ অনৈতিক কাজের অভিযোগে গত ২৪ মে ২০২১ খ্রি. তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিনকে চাঁদপুর জেলা প্রশাসক শোকজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ