চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৬০ পিছ ইয়াবা সহ ২ মাদক কারবারি কে আটক করা হয়েছে ।
রবিবার (৬ জুন) বিকাল টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন মধ্য তরপুরচন্ডী ওয়ারলেস এলাকাস্থ দর্জিবাড়ী রোড মোহাম্মদ ওয়াহিদ ব্যাপারী বাড়ির সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিদের নিজ দেহ তল্লাশি করে আসামি যথাক্রমে ১। মোঃ কামরুজ্জামান কামরুল (৫৬) পিতা: মৃত আবুল কালাম আজাদ,মাতা মৃত জোহরা বেগম ২।মোঃ মোস্তফা কামাল চাপরাশি(৫১) পিতা-মোঃ সিরাজুল ইসলাম চাপরাশি, মা- মাজেদা বেগম দ্বয় হতে যথাক্রমে ৬০(ষাট) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, তারা দীর্ঘদিন যাবত পরস্পরের যোগসাজশে অবৈধভাবে ইয়াবা ব্যবসা করে আসছে।
এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপৃর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী পৃথক পৃথক ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।