চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে ।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার আহবায়ক শ্যামল সরকার ও সদস্য সচিব খোরশেদ আহমেদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।
বুধবার (২ জুন) দুপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে গেলে এ হেন্ড স্যানিটাইজার তুলে দেন।
এসময় অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমাদের এধরণের কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝেও এ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশিও আমরাও সামাজিক কর্মকান্ডেও জড়িয়ে আছি। আমরা সবাই যার যার সেক্টর থেকে যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো হাত শক্তিশালী হবে এবং এদেশ একদিন উন্নয়নের শিখরে পৌঁছে যাবে।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম কে ধন্যবাদ জানান।