শিরোনাম
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে ছাত্র-জনতার ভাঙচুর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম আমাদের কাজ ভবিষ্যত প্রজন্ম বিচার করবে: ড. ইউনূস ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম শুরু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ‘শেখ বাড়ি’ হাসিনাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না: তারেক শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে : নাহিদ কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড অবৈধ সম্পদ অর্জনের দায়ে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার পাসপোর্ট ইস্যুতে বাদ যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন যুদ্ধ-পরিস্থিতির’ মতো আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস ফরচুন বরিশালের দাপুটে জয় সিরিয়ার পুণর্গঠনে সৌদি ক্রাউন প্রিন্সের প্রতিশ্রুতি কুয়েটের ১০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

জিম্বাবুয়ের কাছে হারায় অধিনায়কত্ব গেলো আসগরের

স্পোর্টস ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের অধিনায়কত্ব পেয়েছিলেন আসগর আফগান। কিন্তু সেই দায়িত্ব টিকলো ১৫ মাস। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হারায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলে বোর্ড আবারও ফরম্যাট ভিত্তিক নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আসগার আফগান নেতৃত্ব হারানোয় ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব করবেন আফগানিস্তানের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হাসমতউল্লাহ শহিদি।টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে, এ বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই দলের সহ অধিনায়ক হিসেবে বহাল থাকছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রশিদ খান।

আসগর আফগানকে কেন বাদ দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড, ‘বোর্ডের এক তদন্তের পর আসগর আফগানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের পেছনে অধিনায়ক আসগর আফগানের বেশ কিছু সিদ্ধান্ত দায়ী।’

ওই টেস্টে হারলেও পরের টেস্টে আসগরের ১৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসই সিরিজ ড্রয়ে ভূমিকা রেখেছিল। কিন্তু প্রথম টেস্টে হারটাকে কোনওভাবে মেনে নিতে পারেনি বোর্ড।

প্রসঙ্গত, অনেক দিন ধরে অধিনায়কত্বের জায়গায় স্থিরতা আনতে পারেনি আফগান ক্রিকেট বোর্ড। বেশ কয়েকজনকে দিয়েই এই পদের ভার সামলাতে দেখা গেছে। ২০১৯ সালে বিশ্বকাপের দুই মাস আগে আসগর আফগান থেকে দায়িত্ব কেড়ে নিয়ে ফরম্যাট ভিত্তিক অধিনায়ক বেছে নেয় আফগানিস্তান। ওয়ানডের দায়িত্ব পান গুলবাদিন নাইব, রশিদ পান টি-টোয়েন্টি ও শাহকে দেওয়া হয় টেস্টের ভার।

এর তিন মাস বাদে বিশ্বকাপ ব্যর্থতায় নাইবকেও সরিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে। তার বদলে সব ফরম্যাটের জন্য দায়িত্ব-ভার দেওয়া হয় রশিদ খানকে। এর পর ২০১৯ সালের ডিসেম্বরে আবারও নেতৃত্বে চলে আসেন আসগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ