চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে (২৮ মে)শুক্রবার সকালে দূর্গাপুর ইউনিয়নের পাহাড়ের চক গ্ৰামে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ধুন্দল চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (সরেজমিন উইং) পরিচালক একেএম মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী।
প্রধান অতিথির বক্তব্যে একেএম মনিরুল আলম বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বর্তমান সরকারের আমলে কৃষি ও কৃষকের যথেষ্ট উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। তিনি বলেন একখণ্ড জমি অকৃষি রাখা যাবে না। বাড়ির আঙ্গিনা, পতিত জমিতে বিভিন্ন প্রকার ফল, ফসল, শাক সবজি চাষ করতে হবে। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা উন্নত প্রজাতির ধান চাষ করবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে। মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান এর সঞ্চালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু প্রমুখ।