হাজীগঞ্জ সার্কেল অফিস পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা নিয়ে হচ্ছে হাজীগঞ্জ সার্কেল। পরিদর্শন শেষে সার্কেল অফিসের প্রাঙ্গনে বৃক্ষরোন করেন তিনি।
মঙ্গলবার (১৮ মে) হাজীগঞ্জ সার্কেল অফিস পরিদর্শন করেন এসপি। এ সময় তিনি উক্ত সার্কেল অফিস পরিদর্শনে অফিসের সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত হলে পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করা হয়।