চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর নিয়মিত মাদক বিরোধী অভিযানে মনোয়ারা বেগম (৩৮) নামে এক মাদক কারবারি কে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
সোমবার (১৭ মে) দুপুর আড়াই টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম
শহরের রহমতপুর কলোনীস্থ দেলুখার বাড়ি থেকে মনোয়ারা বেগম (৩৮) আটক করা হয়। কিন্তু অপর আসামী মোঃ সাইফুল ইসলাম (২৪) পলাতক রয়েছেন।
ডিএনসির সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ঐ দিন দুপুর ২.৩০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক পরিচালক এ,কে,এম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন রহমতপুর কলোনীস্থ দেলুখার বাড়ির ভাড়াটিয়া আসামীর নিজদখলীয় ভাড়াকৃত বসতঘর তল্লাশি করে আসামি
মনোয়ারা বেগম কে (৩৮) গ্রেপ্তার, স্বামী- মোঃ আবুল কালাম, মাতা- ফাতেমা বেগম এবং
পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৪) , পিতা- মোঃ আবুল কালাম, মাতা- মনোয়ারা বেগমকে আসামীর দেহ তল্লাশী করে যথাক্রমে ৫২ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।