সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আজ বৃহস্পতিবার উদ্যাপন করা হচ্ছে মুসলিমদের দুটি উৎসবের অন্যতম ঈদুল ফিতর। আর এ দিনটিতে ফিলিস্তিনের গাজাবাসী ঘুম থেকে জেগেছেন শোক আর আতঙ্ক নিয়ে। গত মঙ্গলবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে গতকাল বুধবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর আজ দেশগুলোয় ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশে ঈদের নামাজ আদায়
একই সঙ্গে পশ্চিমা বিশ্বের দেশগুলোতেও আজ ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, কুয়েত, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মহামারির কারণে এ বছরও সৌদি আরবে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করা হচ্ছে। দুবাইয়ের মুসল্লিরা করোনা বিধিনিষেধ মেনে উন্মুক্ত মাঠে নিজ নিজ জায়নামাজ নিয়ে ঈদের নামাজে অংশ নেন।
আরব আমিরাতে ঈদের নামাজ আদায় করেন মুসলিমরা