চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান মাসুদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩মে) সকালে উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২৫০ জন পরিবারের মাঝে নগত অর্থ ও ২শত পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।
ঈদ সামগ্রী বিতরণ কালে তিনি বলেন,মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের পাশাপাশি সকল বৃত্তশালীরা এগিয়ে আসলে সমাজে কেউ না খেয়ে থাকবেনা তাই তিনি সমাজের অসহায় পরিবারের পাশে থাকতে সকল বৃত্তশালীদের প্রতি অনুরোধ জানান ৷
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা মোহন,রনি,খালেদ,মেহেদী হাসান,তাফসির সরকার, সাদুল্লাহপুর শেখরাসেল ক্রীড়া সংগের সদস্য রিয়াজ উদ্দিন,রবিন, মাসুদ রানা,ফাহাদ প্রধান,মিরাজ সরকার, ছাত্রলীগ নেতা রিয়াদ,ফয়সাল,ইকবাল,তানবির সরকার,ইয়াছিন সরকারসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।