চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালক শ্রমিক খাদ্য সংকটে থাকা অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ ই মে) করোনা ভাইরাস মহামারীর কারনে সৃষ্ঠ চলমান পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন্য সিএনজি শ্রমিক এবং ১৫ জন খাদ্য সংকটে থাকা গরীব, অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন জনাব মো: সবুজ, চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।
প্রতি জনকে প্রতি ব্যাগে চাল ১০ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, সেমাই ২ প্যাকেট, গুঁড়ো দুধ ১ প্যাকেট এবং খেজুর ১ কেজি দেওয়া হয়েছে।