চাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবায় ৫ শত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (১১মে) দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন কার্যালয়ে পাঁচ শত দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ কার্যক্রম করেন ২ নং ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদ।
এসময় ইউপি চেয়ারম্যান হারুন বলেন -পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ ইউনিয়নের অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন টেক অফিসার উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ নূরে আলম, ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, আঃ মন্নান , হাসিনা বেগম প্রমুখ।