আসন্ন ইদুল ফিতরকে কেন্দ্র করে চাঁদপুর হরিণা ফেরী ঘাটে অনুমোদিত যান চলাচলে হয়রানি রোধ এবং অনুমোদনহীন যাত্রী এবং যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপের উদ্দেশ্যে ফেরী ঘাট পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার।
রোববার (৯ মে)সকালে তিনি হরিনা ফেরিঘাটে যাত্রী ও মালামাল পরিবহনে বিভিন্ন অনিয়ম ও চাঁঁদাবাজি বন্ধে ঘাটে কর্তব্যরত কর্মচারী ও শ্রমিক সংগঠন গুলিকে সতর্কতা অবলম্বনে কার্যকর ভূমিকা পালন করতে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস ও চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ও পুলিশ সদস্য বৃন্দ।