চাঁদপুরে জাটকা রক্ষায় ও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নৌ পুলিশ পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ৫৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ও একটি নৌকা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে নৌ থানা এলাকার সম্মুখে টিলা বাড়ি এলাকা থেকে কয়েক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে রাজরাজেশ্বর,লক্ষীরচর, মোহনপুর এলাকার পদ্মা নদীকে টাকা ৪ ঘন্টা অভিযান পরিচালনা করে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করে। এছাড়াও রাজরাজেশ্বর এলাকায় অসংখ্য মাছ ধরা নৌকাকে ধাওয়া করে একটি নৌকা জব্দ করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। অন্যদিকে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ হেলাল উদ্দিন, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ উপ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম।