চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় স্থাপনের জন্য জমি অধিগ্রহণের নিমিত্তে জমির সম্ভাব্যতা যাচাই করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে প্রস্তাবিত এসব ভূমি পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
এসময় উপস্থিত ছিলেন, সম্ভাব্যতা যাচাই কমিটির আহ্বায়ক ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. নাছিম আখতার, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ল্যান্ড একুইজিশান অফিসার মো. হেলাল উদ্দিন চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সার্ভেয়ার সহএলাকার আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ।