শিরোনাম
ভিয়েতনামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান আকাশপথে ট্যাক্সি চলতে বেশি দেরি নেই মোস্তাফিজের বোলিং তোপে চাপের মুখে নিউজিল্যান্ড অক্টোবরে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ৬ কোটি ডিম আমদানির অনুমতি চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশির মরদেহ ৭ দিন পর ফেরত দিলো বিএসএফ বয়স নিয়ে আলোচনা সত্ত্বেও আবারো নির্বাচন করবেন বাইডেন রাজশাহীতে নবনির্মিত কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কুমিল্লায় আ’লীগের দু`গ্রুপের সংঘর্ষে একজন নিহত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুভ জন্মদিন সালমান শাহ বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ গোলাগুলি, আহত ১ কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন: সিইসি গাজীপুরে কোটি টাকার মাদকসহ ২জন গ্রেফতার
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে দুই হাজার পরিবার

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

চাঁদপুরে টানা দুইবার লকডাউনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশা শ্রেনীর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৫ কেজি করে চাল (ত্রাণ) বিতরণ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত দুই হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে চাঁদপুর স্টেডিয়ামে চতুর্থ দফায় বিভিন্ন পেশার লোকদের হাতে ত্রান তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

এসময় জেলা প্রমাসক বলেন, সরকার আপনাদের প্রতি খবুই সহানুভুতিশীল। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা চিন্তা করেন। সরকার বার বার লকডাউন দিচ্ছেন এবং আবার তুলে নিচ্ছেন। এর কারণ হচ্ছে বিষয়টি আমাদের স্বাস্থ্য ও জীবনের সাথে জড়িত। সরকারি নিদের্শনা মানতে গিয়ে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে, তাও আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের জীবনের কথাটাও চিন্তা করতে হবে।

তিনি আরো বলেন, চতুর্থ দফাসহ এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় দুই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের সমস্যা আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা চাইনা আপনারা কেউ অনাহারে ও কষ্টে থাকেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শানজিদা শাহনাজ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, কাজী মো. মেশকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসান প্রমূখ।

যাদেরকে ত্রান দেয়া হয়েছে তারা হলেন, হটলানই নম্বরে আবেদনকারী ৫৫জন, নরসুন্দরকর্মী ৫০জন, পত্রিকার স্টাফ ৪০জন, দু:স্থ কমিউনিটি পুলিশ ৬৭জন, সিএনজি চালক ৬০জন, হোটেল স্টাফ ৫০জন, বিভিন্ন বিপনী বিতানের স্টাফ ৫২জন, বাস পরিবহন শ্রমিক ৫০জন ও অন্যান্য অসহায় ৪৫ পরিবারসহ মোট ৪৭৫ পরিবার।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন, জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ