মতলবে আড়াই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর গঠিত রেডিং টীম মতলব দক্ষিণ থানাধীন দক্ষিন দিঘলদী গ্রামের পাঁচকড়ি হাজি বাড়িস্থ মদক কারবারির বসতঘর তল্লাশি করে মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রবিউল আলম প্রকাশ রবি (২৩) কে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, এ বিষয়ে পরিদর্শক জনাব বাপনসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।