কচুয়ায় মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকবেলায় স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নির্দেশনায় উপজেলার গুলবাহার বাজারে ক্রেতা-বিক্রেতা, গাড়িচালক, যাত্রী ও পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করেন, স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান, কচুয়া উপজেলা যুবলীগের সদস্য ও ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নূরে-ই আলম রিহাত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মজুমদার মাহি, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদ খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ মো. আরিফ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বাকের মজুমদার, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, কাইয়ুম খান, জহির উদ্দিন, ছাত্রলীগ নেতা রাজন খান ও শাহপরানসহ অন্যান্যরা ।