চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামের মজুমদার বাড়িতে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।
রোববার (১৯ এপ্রিল) উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামের মজুমদার বাড়িতে করোনায় আক্রান্তদের বাড়ি গিয়ে তিনি “এই বাড়ি লকডাউন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোরশেদুল আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আক্রান্তদের বাড়ী লকডাউন করতে নিশ্চিত করতে তাদের বাড়িতে স্টীকার সাঁটানো হয়েছে। এছাড়া সরকার ঘোষিত লকডাউন মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন স্থানে থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালিত হচ্ছে।