ফরিদগঞ্জ বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে ঢিলেঢালা ভাবেই পার হচ্ছে সরকার-ঘোষিত সাত দিনের লকডাউন।
গতকাল উপজেলার সদর ফরিদগঞ্জ বাজারে ঘুরে দেখা যায়,বাজারের হাতে গোনা কয়েকটি দোকান বন্ধ থাকলেও কয়েকটি দোকানের একটি শাটারের কিছু অংশ খোলা রেখেই চলছে ক্রয়-বিক্রয়।
লক ডাউনের প্রথম দিন থেকে গত চার দিন প্রতিদিনে দেখা গেছে কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই শহরে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক চলতে দেখা গিয়েছে। হরহামেশাই, চালক এবং যাত্রী উভয়ের কেউই মানছেন না সচেতনতার বলাই,সঠিক নিয়মে মাক্স না পড়ে রাখছেন না কেউ।
উপজেলার সদরের ফরিদগঞ্জ বাজার, চান্দ্র বাজার, গৃদকালিন্দিয়া বাজার ,রুপসা বাজার নয়ারহাট সহ প্রায় সবগুলো কাঁচাবাজারেই মানুষের উপচে পড়া ভিড় ছিল। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। লগডাউন যথাযথ নিয়মে মানার জন্য আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ সদস্যের একটি টহল টিমকে দেখা মাত্র তড়িগড়ি করে মাস্ক পড়া এবং দোকানের শাটার লাগনো যেন চির পরিচিত একটি দৃশ্যে পরিণত হয়েছে।
বাজারে আসা কয়েকজনের কাছে মুখে মাস্ক নেই কেন? বিষয়টি জানতে চাইলে তারা জানান, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পড়বেন। আবার কেউ কেউ গরমে দম আটকে আসে এমন নানা অযুহাত দেখাচ্ছেন। এভাবেই উপজেলার শহর ও গ্রামাঞ্চলে লকডাউন ঢিলেঢালাভাবে পালন করা হচ্ছে।
১ সপ্তাহের লগডাউনে করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জরুরী কাজ ছাড়া বের না হওয়ার সরকারি নির্দেশ থাকলেও তা মানছে না। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসগুলো বন্ধ থাকতে দেখা গেছে কিন্তু বেসরকারি অফিসগুলো বন্ধ থাকতে দেখা যায়নি