শিরোনাম
কচুয়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক রাশিয়া থেকে মোংলায় এলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি করোনায় একদিনে শনাক্ত ১৪০ জন নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে: শিক্ষামন্ত্রী দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নিহত ২ কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিয়ে করলেন গায়ক ইমরান গাজীপুর সিটিতে বৃহস্পতিবার ভোট, চলছে ব্যাপক প্রস্তুতি কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয় তা দেখিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ জন নিউইয়র্কে বাণিজ্য মেলা সেপ্টেম্বরে, আবেদন ৩১ মে`র মধ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে পুলিশ: আইজিপি সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত কচুয়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৮২৯ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০২:২৭ অপরাহ্ন

কঠিন শর্তের কারণে আগ্রহ নেই সরকারের

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

করোনার প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সুদবিহীন ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছে না সরকার। দ্বিতীয় ধাপে আইএমএফ থেকে আরও ৭৬ কোটি ৩০ লাখ ডলার বা সাড়ে ৬ হাজার কোটি টাকার ঋণ পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। কিন্তু আইএমএফের ঋণ নিতে গেলে সরকারকে নানা ধরনের কঠিন শর্ত বাস্তবায়ন করতে হয়। একইসঙ্গে জবাবদিহিতাও রয়েছে বেশ। এসব কারণে সরকার ওই ঋণ নিতে চাচ্ছে না।

সূত্র জানায়, করোনার প্রভাব মোকাবিলা করতে দরিদ্র জনগোষ্ঠীর আয় বাড়াতে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক স্কিমের আওতায় সদস্যদেশগুলোকে ঋণ দিচ্ছে আইএমএফ। এর মধ্যে র‌্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি (আরসিএফ) বা দ্রুত অর্থায়ন সুবিধার আওতায় বিনা সুদে ঋণ দিচ্ছে। ১০ বছর মেয়াদি এ ঋণের গ্রেড পিরিয়ড সাড়ে ৫ বছর। অর্থাৎ, সাড়ে ৫ বছর পর্যন্ত ঋণের কোনো কিস্তি পরিশোধ করতে হবে না।

কিন্তু ঋণের অর্থ কোথায় কীভাবে খরচ করা হয়েছে, তা জানাতে হবে। একইসঙ্গে আইএমএফ সেগুলো অনুসন্ধান করে দেখতে পারবে। এ ছাড়াও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় তাদের নানান শর্ত মানতে হবে। এসব কারণে আইএমএফ থেকে দ্বিতীয় ধাপের সাড়ে ৬ হাজার কোটি টাকার ঋণ নিতে চাচ্ছে না সরকার।

এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, করোনার প্রভাব মোকাবিলায় আইএমএফসহ উন্নয়ন সহযোগীরা কম সুদে বা বিনা সুদে ঋণ দিচ্ছে। এসব ঋণ সরকারের নেওয়া উচিত। এতে জবাবদিহিতার মাত্রা বেশি। ফলে এসব ঋণে দুর্নীতির সুযোগ কম থাকবে।

তিনি আরও বলেন, এসব বৈদেশিক ঋণ সরকারের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ভারসাম্য রাখতে সহায়তা করবে। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিমুক্ত থাকবে। জরুরি প্রয়োজনে সরকার যে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারবে।

সূত্র জানায়, করোনার প্রভাব মোকাবিলায় আইএমএফ বাংলাদেশকে গত বছরের ২৯ মে ৭৩ কোটি ২০ লাখ ডলার বা ৬ হাজার ২০০ কোটি টাকার ঋণ অনুমোদন করে। কয়েকদিনের মধ্যেই অর্থছাড় করে দেয়। এসব অর্থ করোনার প্রভাব মোকাবিলায় জনগণের স্বার্থসুরক্ষা ও বিভিন্ন আয়বর্ধক খাতে খরচ করার কথা ছিল।

ঋণের অর্থ ছাড় করার পর ১০ মাস চলে গেছে। ওই সময়ে সরকার ওই অর্থ থেকে দুই হাজার কোটি টাকা ৪টি সংস্থার নামে বরাদ্দ করেছে। বাকি অর্থ এখনো পড়ে আছে। এর মধ্যে পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ৫০০ কোটি টাকা, প্রবাসী কল্যাণ ব্যাংককে ৫০০ কোটি টাকা, পল্লি সঞ্চয় ব্যাংককে ৫০০ কোটি টাকা ও কর্মসংস্থান ব্যাংকের নামে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়।

এর মধ্যে প্রতিটি সংস্থার নামে ২৫০ কোটি টাকা করে ছাড় করা হয়েছে। এর মধ্যে পিকেএসএফ ছাড়া বাকি তিনটি সংস্থা ছাড় করা টাকা এখনো খরচ করতে পারেনি। পিকেএসএফ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ওই অর্থ ছাড় করে দ্বিতীয় পর্যায়ে আরও ২৫০ কোটি টাকা চেয়েছে।

এদিকে আইএমএফ প্রথম ধাপে ছাড় করা অর্থ খরচের খাতভিত্তিক তালিকা চেয়েছে সরকারের কাছে। একইসঙ্গে নতুন ঋণ ছাড় করার ব্যাপারে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে। এসব সম্পর্কে জানালে আইএমএফ ঋণের পরবর্তী অংশ অনুমোদন করার ব্যাপারে পদক্ষেপ নেবে। কিন্তু সরকার থেকে এ ব্যাপারে আইএমএফকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।

এদিকে করোনার প্রভাব মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড় বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণও নতুন উচ্চতায় উঠেছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ৪ হাজার ৩৫০ কোটি ডলার, যা দিয়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ