চাঁদপুরের হাজীগঞ্জে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের ২য় দিনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়িরা।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হাজীগঞ্জ বাজারের হর্কাস মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হাজীগঞ্জ পশ্চিম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাজার লক্ষ্মী নারায়ন জিউড় আখড়া প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সরকার ঘোষিত ২য় দফায় লকডাউনে দোকান বন্ধ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ীরা। দোকান খুলতে দেওয়ার দাবিতে হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেট, নূর আহম্মেদ প্লাজার ব্যবসায়ীসহ প্রায় ২ সহস্রাধিক ব্যবসায়ী বিক্ষোভে যোগ দেয়।
শ্লোগানের মাধ্যমে ব্যবসায়ীরা বলেন, স্বাস্থ্যবিধি মানবো, দোকান পাট খুলবো, লকডাউন মানি না ।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার হর্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিলন মজুমদার এবং সাধারণ সম্পাদক সোহেল হোসেনসহ ব্যবসায়ীবৃন্দ।