চাঁদপুরের হাইমচরের নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আঃ জলিলের নেতৃত্বে মেঘনায় জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ৬ জন জেলে, ৪টি নৌকা ও জাল জব্দ করা হয়েছে ।
মঙ্গলবার (৬ এপ্রিল) নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জের নেতৃত্ব ৬ জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন:- হাইমচর উপজেলার ঈশান বালার সুরুজ মোল্লার ছেলে আক্তার মোল্লা, চানু মালতের ছেলে মানিক মালত, সোবহান শনি’র সবুজ শনি, শাহাজাহান ছেলে আলম বেপারী, তুফাজুল প্রধান ছেলে আনোয়ার প্রধান,স্বপন মোল্লার ছেলে শাওন। আটক জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের বিচারের জন্য উপজেলায় প্রেরণ করা হয়।