চাঁদপুরের কচুয়ায় রুমি বেগম নামের এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে।
শনিবার রাতে পালাখাল লন্ডনী বাড়িতে এই গৃহবধূ বিশ পান করলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ এ প্রেরন করলে পথের মধ্যেই মুদাফফরগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।
এ ঘঠনায় গৃহবধূর স্বামী সুলতান মিয়াকে আটক করেছে পুলিশ। বাঁচাইয়া গ্রামের অধিবাসী রুমি বেগমের বাবা খলিলুর রহমান ও তার মা আনোয়ারা বেগম জানিয়েছেন প্রায় ৮বছর পূর্বে তার মেয়ে রোবি বেগমকে পালাখাল গ্রামে ছিদ্দিকুর রহমানের ছেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের ২টি পুএ সন্তান ও ১টি মেয়ে সন্তান জন্ম হয়।বিভিন্ন সময়ে সুলতান মিয়া নেশায় আশক্ত হয়ে নেশার টাকা না পেয়ে তার স্ত্রীকে মারধর শুরু করে। শনিবার রাতে তাদের ২জনের মধ্যে পারিবারিক বিষয়ে জামেলা হয়। এক পর্যায়ে স্বামীর মারধরে অভিমান করে রোবি বেগম গৃহে থাকা বিশ পান করে আত্মহত্যা করে।এ হত্যার জন্য সুলতান মিয়া ও তার পরিবারকে দায়ি করে দৃষ্টান্ত মূলক দাবি করেছেন গৃহবধূর পরিবার।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। রহস্য উদঘাটনের জন্য সুলতান মিয়াকে জিজ্ঞাসাবাদ ও করা হচ্ছে।