চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ট্রাক চালকসহ ১ হাজার ৪০ কেজি জাটকা জব্দ করেছে মডেল থানা পুলিশ।
রোববার (৪ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের নির্দেশে উপ পরিদর্শক সাধন চন্দ্র নাথ সঙ্গিয় সদস্যদের নিয়ে ওয়ারল্যাছ মোড়ে বড় আকারের একটি ট্রাক থামানোর জন্য সিগনাল দেয়। চালক তা না থামিয়ে ঘুরিয়ে চলে যেতে চাইলে পুলিশ ট্রাকটি আটক করে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, জাটকা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়ারল্যাছ মোড়ে অভিযান চালিয়ে ট্রাক চালকসহ ১ হাজার ৪০ কেজি জাটকা জব্দ করি।
জাটকা গুলো চাঁদপুর শহরের বহরিয়া এলাকা থেকে একটি অসাদু চক্র রাতের আধারে জাটকাগুলো ট্রাকে করে ঢাকায় পাচার করতে চেয়েছিলো। এ সময় যশোর মনিরামপুর থানার কামালপুর গ্রামের মোল্লা বাড়ির ট্রাক চালক (ঢাকা মেট্রো ২৪- ২৭১৭)আব্দুল কুদ্দুস (৩২) কে আটক করেছে। তার বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরাক্ষন আইন ১৯৫০(সংশোধিত ২০১০)এর ৫(১)ধারায় মামলা করা হয়েছে। জব্দকৃত জাটকা গুলো রবিবার সকালে গরিব দুস্থ অসহায়দের মাঝে বিতরন করা হয়।