বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

ফরিদগঞ্জে যক্ষ্মা দিবস পালিত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

‘‘মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে ২৪ মার্চ বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।

যক্ষ্মা দিবস উপলক্ষে জনসচেতনতা, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে দিবসটির শুরুতে ছিলো র‌্যালি। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহম্মেদ চৌধুরী, এমওডিসি ডা. সুব্রত কুমার সাহা, যক্ষ্মা ও কুষ্ট রোগ নিয়ন্ত্রক সহকারী মো.বিল্লাল হোসেন পাটোয়ারী, ব্র্যাকের পিও মো.নয়ন কবির প্রমুখ।

এছাড়াও ব্র্যাকের সকল শাখা কার্যালয়ের কর্মী, স্বাস্থ্য কর্মী এবং স্বাস্থ্য সেবিকাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮৮২ সালের এই দিনে ড.রবার্ট কোচ যক্ষা জীবাণু আবিষ্কার এবং এর রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ