শিরোনাম
কচুয়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক রাশিয়া থেকে মোংলায় এলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি করোনায় একদিনে শনাক্ত ১৪০ জন নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে: শিক্ষামন্ত্রী দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নিহত ২ কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিয়ে করলেন গায়ক ইমরান গাজীপুর সিটিতে বৃহস্পতিবার ভোট, চলছে ব্যাপক প্রস্তুতি কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয় তা দেখিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ জন নিউইয়র্কে বাণিজ্য মেলা সেপ্টেম্বরে, আবেদন ৩১ মে`র মধ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে পুলিশ: আইজিপি সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত কচুয়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৮২৯ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
রবিবার, ০৪ জুন ২০২৩, ০২:১৯ অপরাহ্ন

করোনা আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে হবে: জেলা প্রশাসক

এস. কাউসার, চাঁদপুর / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আমাদের সকলেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে চাঁদপুরে এ ভাইরাস যেন না ছড়াতে পারে সেদিকে আরো বেশি সতর্ক থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার নিশ্চিত ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং করোনা আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে হবে। আগামি এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষিকদের করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। একজনও যেন টিকা ছাড়া না থাকে সেদিকে মনিটরিং করতে হবে। ভ্যাকসিন নিয়ে আতঙ্কের কোন বিষয় নেই। করোনা ভ্যাকসিনের প্মরথ ডোজ নিলেই নিরাপদ থাকা যায় না, দ্বিতীয় ডোজ নিলে শরীরের কার্যকারিতা বৃদ্ধি করে। এব্যাপারে জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

রোববার (২১ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রাম-আদালতের দিকে আরো বেশি নজর রাখতে হবে। গ্রাম-আদালতের অধীনে গ্রামের মামলাগুলো নিষ্পত্তি হলে গ্রামের জনসাধারণদের কষ্ট করে আর শহরের দিকে আসতে হবে না। ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন মহাসড়কে না চলার ব্যাপারে আইন রয়েছে। যদি মহাসড়কে এধরণের যানচলাচল করে তাহলে আইনগত ব্যবস্থ গ্রহণ করতে হবে। সামনে বর্ষার মৌসুম আসছে, তাই বাঁধ রক্ষায় সকল ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করতে হবে। পুরান বাজারের হরিসভার কাছে বাঁধের দিকে নজর রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিষয়টি গুরুত্বসহকারে খেয়াল রাখতে হবে।

জেলা প্রশাসক জাটকা রক্ষা নিয়ে বলেন, ইলিশ আমাদের জাতীয় সস্পদ। এ সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। ইলিশের বাড়ি চাঁদপুর এ সুনামটি যেন অক্ষুন্ন থাকে, সে অনুযায়ী কাজ করে যেতে হবে। জেলেদের নতুন হালনাগাদ তালিকা না হওয়ায় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আশু একটা ব্যবস্থা গ্রহণ করা খুবই প্রয়োজন। অভিযান চলাকালীন সময়ে মানে যেসময় নদীতে মাছ ধরতে দেয়া হবে না, ওইসময় জেলেদের এমন কিছু দিতে হবে যা দিয়ে তারা বিকল্প কর্ম করতে পারে। তাদেরকে যদি সেলাই মেশিন জাতীয় কিছু দেয়া হয়, সেটা দিয়ে কি তারা কাজ করতে পারবে?

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), সিভিল সার্জেন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ।

এসময় সকল পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ