চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ২নং ওয়ার্ড এর সড়কের বেশ কয়েকটি স্থানের রাস্তা ভেঙ্গে বিলীন হওয়ার পথে। গত কয়েক দিনে কচুয়ার বেশ কয়েকটি সড়কের বেশ খানিকটা অংশ ভেঙ্গে জনদূভোগ দেখা দিয়েছে।
এতে যে কোনো সময় দুর্ঘটনা সহ প্রানহানির আসঙ্কা করছে এলাকাবাসি। তাই রাস্তা মেরামত করার জন্য পরিদর্শন করতে আসেন, জনাবঃ ইমাম হোসেন সোহাগ চেয়ারম্যান ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান পরিদর্শন শেষে বলেন এই দুর্ঘটনা থেকে মুক্ত থাকার জন্য পালাখাল পশ্চিমপাড়ার এসো আলোর পথের সংগঠনের পাশে থেকে কাজ করতে চান। সংগঠনের সভাপতি বলেন মহদয়ের হাত শক্তিশালি করে তার আদেশ অনুযায়ী তিনি তার সহ সভাপতি, সাধারন সম্পাদক সহ সদস্য বিন্দুদের কে নিয়ে জনসাধারণের শান্তির লক্ষে কাঁদে কাদ মিলিয়ে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত হতে চান।
এ সময় উপস্থিত ছিলেন সবুজ পাটোয়ারী,শামিম আহমেদ, সাংবাদিক মাসুদ রানা সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।