চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মোল্লাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকনাসির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. …..রাজেউন)।
গত ১৯ মার্চ রাত সাড়ে ১১ টার সময় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি একজন সদালাপী, সৎ, নিষ্ঠা ও আদর্শবান সাদা মনের মানুষ ছিলেন। এবং সকলের সাথে সুব্যবহারের মাধ্যমে মিশে যেতেন। তার মৃত্যুতে একজন আদর্শবান মানুষ গড়ার কারিগড় এর জীবন অবসান ঘটলো। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আনু ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় গুনগ্ৰাহী রেখে গেছেন।
শনিবার (২০ মার্চ) সকাল ১০ টায় রায়েরকান্দি তফাদার বাড়ি জামে মসজিদে প্রথম জানাযা, সকাল ১১ টায় মোল্লাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা এবং দুপুর ২টায় হাপানিয়া হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে বড় কিনাচক পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জীবন দশায় তিনি মোল্লাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন। পাশাপাশি হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী হিসেবেও কাজ করেন। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তিনি বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর ভগ্নিপতি। মরহুম নাসির আহমেদ আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কমিটির মতলব উত্তর উপজেলাশাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাইজভান্ডার ত্বরিকার একনিষ্ঠ ভক্ত ও আশেক ছিলেন। তাঁর স্ত্রী ফারজানা আক্তার খুকি মইনীয়া যুবফোরাম কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সভাপতি অ্যাড. রুহুল আমিন, মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান, ফয়েজ আহমেদ, সিরাজুল ইসলাম জমাদার, বর্তমান বীরমুক্তিযোদ্ধা চেয়ারম্যান নান্নু মিয়া।
তার মৃত্যুতে মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মইনীয়াযুব ফোরামের প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল (দ.) শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মাজিআ) গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মেহবুব এ মইনুদ্দীন আল হাসানী, সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন,সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন ও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন মোল্লা কান্দি লাল মিয়া পাইলট হাইস্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্যগন, হাজী সিদ্দিকুররহমান হাইস্কুলের সকল সদস্য ও শিক্ষকগণ।