শিরোনাম
প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র দাখিল দুবাইয়ে জলবায়ু সম্মেলন কপ-২৮ বৃহস্পতিবার থেকে শুরু গাজীপুরে বাসে আগুন স্বতন্ত্র প্রার্থী হলে সংসদ সদস্য পদ ছাড়তে হবে না : ইসি সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন নৌকার মনোনয়ন পেলেন যে ক্রীড়া ব্যক্তিত্বরা চাঁদপুর আ’লীগের নৌকা পেলেন যারা শাহরাস্তিতে মেজর রফিকের মনোনয়ন প্রাপ্তিতে প্রেসক্লাবের দোয়া পাকিস্তানের শপিং মলে আগুন, নিহত অন্তত ১১ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলেই জেল: ইসি কমিশনার জনগণ সিন্ডিকেট করলে অন্য সিন্ডিকেট পাত্তা পাবে না: বাণিজ্যমন্ত্রী এনডিসি স্নাতকদের অর্জিত জ্ঞান দেশের সেবায় ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির ৯০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার ঢাকায় পুলিশ হত্যা মামলায় গাজীপুরে আটক ৪ ব্রাজিলের ঐতিহাসিক রেকর্ড ভাঙল আর্জেন্টিনা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

চাঁদপুরে এক কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু গেট’ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদ প্রায় এককোটি টাকা ব্যয়ে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুরের প্রবেশদ্বারে নির্মিত ‘‘বঙ্গবন্ধু গেট’’ উদ্বোধন করেছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থাবক অর্পন করে গেইটের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী ।

এসময় আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, জাতির পিতাকে নিয়ে অনেক স্বপ্নই রয়েছে। আর এই গেইটটি হচ্ছে তারই বহি:প্রকাশ। আমরা হয়তো থাকবো না।কিন্তু এই গেইটি যাতে আমাদের মাধ্যমে জাতির পিতাকে মনে করিয়ে দেয়। সে চেষ্টাই করছি। তবে এর পাশে একটি বঙ্গবন্ধু লাইব্রেরি করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে জেলা প্রশাসন যদি আমাদের একটু খাস জমি দেয়। তাহলে আমরা বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর দাফনের জন্য একটি কবরস্থান তৈরি করতে চাই।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, বঙ্গবন্ধুর গেট নির্মাণ জেলা পরিষদের চমৎকার একটি উদ্যোগ। এতে বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসার বহিপ্রকাশ পেয়েছে। আর এটির পাশে বঙ্গবন্ধুর লাইব্রেরী করার যেই পরিকল্পনা। চাইলে সেখানেও জেলা প্রশাসনের সহযোগিতা নিতে পারবেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মোঃ আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুদ্ধকালীন বি এল এফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ পাটওয়ারী।


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, এন এস আই চাঁদপুরের উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা।


এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ ইব্রাহীম খলিল, মতলব উত্তর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মোঃ আলী জিন্নাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, কোষাধক্ষ্য আহসান হাবীব অরুন, জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান জসীম উদ্দিন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ