চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম খান এর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, ইউপিসদস্যবৃন্দসহ লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি এই ইউনিয়নে নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ছিলো। কিন্তু নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে কোন প্রার্থী না থাকায় ১২ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চেয়ারম্যানসহ ১৩জনকে বেরসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।