শিরোনাম
কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিয়ে করলেন গায়ক ইমরান গাজীপুর সিটিতে বৃহস্পতিবার ভোট, চলছে ব্যাপক প্রস্তুতি কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয় তা দেখিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ জন নিউইয়র্কে বাণিজ্য মেলা সেপ্টেম্বরে, আবেদন ৩১ মে`র মধ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে পুলিশ: আইজিপি সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত কচুয়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৮২৯ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন জিডিপিতে শিল্প খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে : রাষ্ট্রপতি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভারত যুক্তরাষ্ট্র থেকে বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে সিএমপি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,দেশব্যাপী আ.লীগের বিক্ষোভের ডাক ১৯ দিনে রেমিট্যান্স ১১৩ কোটি ডলার
সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন

হাজীগঞ্জ’কে আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিত চাই

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

হাজীগঞ্জ পৌরসভাকে দেশের মধ্যে অন্যতম একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌরবাসির সহযোগিতা চেয়েছেন হাজীগঞ্জ পৌরসভার দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

মঙ্গলবার সকালে তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমি চাই হাজীগঞ্জ পৌরসভা হবে এমন একটি পৌরসভা যেখানে থাকবে জবাবদিহিতা, স্বচ্ছতা। এ পৌরসভায় যেনো কোন লোক এসে ফেরত না যায়, সে ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। চ্যালেঞ্জিং কাজ করতে ভালো লাগে । জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন এজন্য আমি ও আমার পরিবার বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তিনি বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেখানে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ আমার নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করেছেন এজন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমি হাজীগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে সব সময় আছি। তাদের জন্য আমার দরজা সবসময় উম্মুক্ত থাকবে। আমি আপনাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করতে যাচ্ছি। শিঘ্রই হাজীগঞ্জ প্রেসক্লাবের বসার জন্য স্থায়ী ব্যবস্থা করছি ইনশাআল্লাহ।

সৌজন্য স্বাক্ষাতকালে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও ন্যাশনাল কম্পিউটারের স্বত্ত্বাধীকারী জহিরুল ইসলাম লিটন, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো. কামাল হোসেন, সাবেক সভাপতি মো. খালেকুজ্জামান শামীম, সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, যুগ্ম সম্পাদক ইমাম হোসাইন হিরা, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মঞ্জুর আলম, আইটি বিষয়ক সম্পাদক সুজন দাস, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক গাজী মহিনউদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন শামীম, কবির আহমেদ ও মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য পপুলার বিডি নিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু, মোহাম্মদ হাবিবউল্যাহ, রেজাউল করিম নয়ন, হুমায়ুন কবির, আবু বকর ছিদ্দিক সুমন, জসিমউদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সংবাদকর্মী এম আলী মুজিব, মজিবুর রহমান রনি, মহিবুল হাসান রিপন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ