মতলব দক্ষিণ উপজেলায় বাবুল মোল্লা নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বসতঘরে চুরির ঘটনা ঘটে।
সোমবার (৮ মার্চ) দিবাগত রাত দু-তিনটার মধ্যে উপজেলার উদ্দমদী গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
বাবুল মোল্লা বলেন, সোমবার রাত ১০টার দিকে তিনি ও তাঁর পরিবার বসতঘরের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।
ঘরটির পাশের কক্ষটিতে কেউ ছিল না। রাত আনুমানিক দু-তিনটায় দরজা ভেঙে এক বা একাধিক চোর ওই ঘরে প্রবেশ করেন। এরপর বসতঘরটির খালি কক্ষটির ভেতরে ঢুকে বিকল্প চাবি দিয়ে সেখানে রাখা স্টিলের আলমারি খুলে ড্রয়ারে রাখা নগদ দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণ ও একটি দামি মুঠোফোনের সেট চুরি করে নিয়ে যান।
সকালে ওই কক্ষে গিয়ে দেখেন, সেটির দরজা এবং ভেতরের আলমারিটি খোলা। আলমারির জিনিসপত্র তছনছ করা। ড্রয়ারে রাখা টাকা, স্বর্ণ ও মুঠোফোনের সেট নেই।
এ ব্যাপারে আজ দুপুর একটায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতিও চলছে। মতলব দক্ষিণ থানার পরিদর্শক মো. মফিজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।