হাইমচর মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩ মার্চ) দিনগত রাত ১১টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
আটক জেলেরা হলেন-হাইমচর উপজেলার সাহেবগঞ্জ এলাকার মো. মহসিন (৩৫), নাছির (২৫), মো. আল-আমিন (২৫), মো. মামুন (১২) ও সুমন (১৪)।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জাটকা রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের নিয়মিত যৌথ অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদীর সাহেবগঞ্জ নামক স্থানে জাটকা ধরা অবস্থায় ১টি ৩৫ ঘোড়া নৌকা ও ৫জন জেলেকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড সিসি সিনিয়র পেটি অফিসার মো. লুৎফর রহমান
উল্লেখ্য, ইলিশের পোনা জাকটা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সব ধরণের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্য করে কোন জেলে মাছ ধরলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছর কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।