হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ছোটলক্ষীপুর গ্রামে প্রবাসী মোঃ মান্নান গাজীর স্ত্রী মিশু বেগম (২৪) তালা বদ্ধ ঘরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
মঙ্গলবার (২ মার্চ) সকালে হাইমচর উপজেলার ছোটলক্ষীপুর গ্রামে গৃহবধূর আত্নহত্যার ঘটনাটি ঘটেছে।
এলাকা সুত্রে জানা যায়, মিশুর স্বামী প্রবাসী আঃ মান্নান গাজী সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়।বিয়ের পর থেকে মিশুকে তার স্বামী মানসিকভাবে নির্যাতন শিকার হয়ে আসছেন। পারিবারিক নির্যাতন সহ্য না করতে পেরে মৃত্যু পথ বেচে নিয়েছেন এমনটা অভিযোগ মিশুর পরিবারের।
এ ব্যাপারে মিশু’ র মায়ের সাংবাদিকদের জানান মিশু সকালে ফোন দিয়ে বলেছে তার বাপের বাড়িতে আসার বলেন। মিশু স্বামী তাকে খাওয়ার টাকা দিবেন আর তাই বাপের বাড়িতে আসার জন্য বলে। তার মা তাকে বুঝিয়ে বলে শ্বশুড় বাড়িতে থাকতে বলেন। তার কিছুক্ষন পর মৃত্যুর সংবাদ পায়।
হাইমচর থানা অফিসার তদন্ত সুব্রত কুমার সরকারের নেতৃত্বে পুলিশ মিশুর ঝুলন্ত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন।