বগুড়ার নন্দীগ্রামে সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক কারবারি-দূর্নীতিবাজদের কোন ঠাই নেই বলে হুসিয়ার বার্তা দিয়েছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের মাধ্যমে জনগনের উদ্দেশ্যে বলেন, থানা কোন অপরাধীর আশ্রয়স্থল নয়। আপনাদের উপর অন্যায় হচ্ছে থানায় আসুন সরাসরি আমার সাথে কথা বলুন, কোন দালাল ধরার প্রয়োজন নেই, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। আগে কি ভাবে থানা চলেছে আমার জানা নেই, তবে আমি যতদিন আছি ততদিন থানায় জিডি, অভিযোগ কিংবা মামলা করতে কোন প্রকার টাকার প্রয়োজন নেই। থানার কোন অফিসার টাকা চাইলে সরাসরি আমাকে জানান আমি ব্যাবস্থা নিব।
থানার দালালদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন অপরাধীর পক্ষে থানায় দালালি করতে আসলে ফিরে যেতে পারবেন না, জেলের ভাত খাওয়াবো।
সকল সন্ত্রাস চাঁদাবাজ মাদক কারবারি দূর্নীতিবাজদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই ভালো হয়ে যান, আমার হাতে পড়লে হায় হুতাস করতে হবে। সর্বপরি সকলের মঙ্গল কামনা করেন ওসি কামরুল ইসলাম।