চাঁদপুরের হাজীগঞ্জ থানায় দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত ওসি (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল।
গত ২৪ ফেব্রুয়ারি দায়িত্বভার বুঝিয়ে দেন সদ্যবিদায়ী অফিসার হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবদুর রশিদ, র্বতমানে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছেন। মোহাম্মদ ইব্রাহিম খলিল হাজীগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছেন। তিনি চাঁদপুর ডিএসবিতে কর্মরত ছিলেন।
মোহাম্মদ ইব্রাহিম খলিল চাঁদপুরে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। তিনি ডিএসবিসহ বিভিন্ন জেলায় পুলিশ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রাজধানীর ডেমরা এলাকার বাসিন্দা। ব্যক্তিজীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, “মাদকের সহিত জিরো টলারেন্স নীতিতে এগিয়ে নিবো” থানায় সাধারন ডায়রী, অভিযোগ দায়ের, পুলিশ ক্লিয়ারেন্স, মামলা রুজ সংক্রান্তে আর্থিক লেনদেন যেন না হয় সে বিষয়ে কঠোর মনিটারিং অব্যহত থাকবে।
তিনি আরো বলেন, অত্র থানাকে চাঁদপুর জেলার মডেল থানা হিসেবে গড়ে তোলার ছড় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে। তিনি হাজীগঞ্জ থানায় যথাযথ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছেন।