চাঁদপুরের হাজীগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির কার্যকরী কমিটি শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন ।
রোববার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির কার্যকরী কমিটির পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন, উপজেলা শাখার সভাপতি জনাব মোসাদ্দেক হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক জনাব শাহ আলম মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী তোফাজ্জল হোসেন মিঠু, অর্থ সম্পাদক গৌতম চন্দ্র দে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি মহাসচিব ও রেজিস্টার কেন্দ্রীয় পল্লী চিকিৎসক সমিতির কাজী শাহাদাত হোসেন, বিশেষ অতিথি সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য ইমাম হোসেন সেন্টু সহ অন্যান্য পল্লী চিকিৎসকের বৃন্দ।