চাঁদপুরের কচুয়ার বাচাঁইয়া বিল থেকে সোমবার লাভলী আক্তার (২২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী শাহাদাত হোসেন (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। গৃহবধু লাভলী আক্তার একই উপজেলার সহদেবপুর গ্রামের মোকশেদ আলীর মেয়ে।
সরেজমিনে জানা গেছে, সোমবার সকালে বাচাঁইয়া ফসলি জমিতে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক লাভলী আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
লাভলী আক্তারের ভাই সাইফুল ইসলাম জানান, ৩ বছর পূর্বে তার বোনকে মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহাদাতের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দু’জনে ঢাকার রায়েরবাগ এলাকায় বসবাস করতেন। রবিবার সন্ধ্যায় পারিবারিক কাজে লাভলী আক্তার ঢাকা থেকে বাড়িতে আসার রওনা হয়ে সন্ধ্যার পর নিখোঁজ হয়ে সকালে তার লাশ উদ্ধার হয়। স্থানীয়দের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফসলি জমিতে রেখে যায়।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। তবে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।