টেস্ট ক্রিকেট খেলতে যে ধৈর্যের প্রয়োজন হয় সেই ধৈর্যের পরীক্ষায় টাইগাররা আদৌ পাশ করেছেন কি? ২১ বছর ধরে টেস্ট খেলার পরও আমাদের এখন টেস্ট ক্রিকেটের মেজাজ নিয়ে কথা বলতে হচ্ছে।
টেস্ট ক্রিকেটে যেভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল সেটা করতে পারেননি টাইগাররা। দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ওয়েস্ট ইন্ডিজের দুর্বল দলের সঙ্গে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে বাংলাদেশ।
ক্যারিবীয় দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২-০তে সিরিজ হার নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, বাজে ব্যাটিংয়েই আমরা হেরেছি। খুবই বেহিসাবি ক্রিকেট খেলেছি। টেস্ট ম্যাচে টেস্টের মতো ব্যাটিং করা উচিত। বল নির্বাচন ভুল ছিল। উইকেটের প্রতি সম্মান রেখে যে রান করতে হয়, সেটা দেখা যায়নি। টেস্ট ম্যাচে খুবই দৃষ্টিকটু ব্যাটিং হয়েছে। সবার শট নির্বাচনই খারাপ হয়েছে। পরিকল্পনায়ও সমস্যা থাকতে পারে।
সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেছেন, মিরাজ যদি আট নম্বরে নেমে সেঞ্চুরি করতে পারে, তাহলে মূল ব্যাটসম্যানরা কেন পারবে না। প্রথম টেস্টে আরও কিছু রান করে ছাড়া উচিত ছিল। আমরা কোনোভাবেই যেন ম্যাচ না হারি সেই অবস্থায় গিয়ে ছাড়লে কথা হতো না। আমাদের সেভাবে কোনো পরিকল্পনা চোখে পড়েনি।
তিনি আরও বলেছেন, একাদশ নির্বাচনেও হয়তো কিছু ভুল ছিল। স্কোয়াডে পাঁচ পেসার থাকার পরও খেলেছে মাত্র একজন। আবু জায়েদ ছাড়াও এক্সপ্রেস বোলার ছিল। তারা একই ধরনের বোলারদের খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। মাঝে কিছুটা ভিন্নতা পেলে হিসাব পালটে যেত।