শিরোনাম
ভিয়েতনামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান আকাশপথে ট্যাক্সি চলতে বেশি দেরি নেই মোস্তাফিজের বোলিং তোপে চাপের মুখে নিউজিল্যান্ড অক্টোবরে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ৬ কোটি ডিম আমদানির অনুমতি চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশির মরদেহ ৭ দিন পর ফেরত দিলো বিএসএফ বয়স নিয়ে আলোচনা সত্ত্বেও আবারো নির্বাচন করবেন বাইডেন রাজশাহীতে নবনির্মিত কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কুমিল্লায় আ’লীগের দু`গ্রুপের সংঘর্ষে একজন নিহত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুভ জন্মদিন সালমান শাহ বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ গোলাগুলি, আহত ১ কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন: সিইসি গাজীপুরে কোটি টাকার মাদকসহ ২জন গ্রেফতার
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন

২৬ দিনেই কোটিপতি ‘শিল্পী’

বিনোদন ডেস্ক / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

বাংলা নাটকের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে কোটি ভিউয়ের তালিকায় ঠাঁই পেয়েছে স্ট্রিট সিঙ্গারের জীবন নিয়ে নির্মিত নাটক ‘শিল্পী’। প্রকাশিত হওয়ার মাত্র ২৬ দিনেই এটি কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে, যা রীতিমত রেকর্ড। দেশজুড়ে যেমন দর্শক মাতিয়ে যাচ্ছে, তেমনি প্রশংসার জোয়ারে ভাসছে ‘শিল্পী’! শুধু তাই নয়, নাটকটি ভাইরাল হয়েছে অন্তর্জালের সব শাখায়!

আলোচিত নির্মাতা মহিদুল মহিম পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকটিতে তুমুল জনপ্রিয়তা পেয়েছে নিশো ও মেহজাবীনের ঠোঁটে বাংলা সিনেমার পুরনো গান। বিশেষ করে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সাথে দর্শকদের টিকটক ও ডাবম্যাশ এখন শীর্ষ ভাইরাল গানের একটি! এমন অভাবনীয় সাড়ায় বেশ উচ্ছ্বসিত নাটকের সংশ্লিষ্ট সকলে।

এ বিষয়ে ‘স্পর্শে তুমি’, ‘এই শহরে ভালোবাসা নেই’, ‘ফ্যাশন’ ও ‘ফটোফ্রেম’ খ্যাত নাট্যনির্মাতা মহিদুল মহিম বলেন, ‘নাটকটি নিয়ে আমি প্রথম থেকেই আশাবাদী ছিলাম। এর বর্তমান সাফল্য আমার ভাবনাকেও ছাড়িয়ে গেছে। আমার প্রতিটি নির্মাণই দর্শকদের জন্য। তাই আমার নাটকের প্রতি তাদের ভালবাসাই আমার কাজের সফলতা।’

তিনি আরও বলেন, ‘নাটকের এই সফলতার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি নিশো ভাইয়া ও মেহজাবীন আপুকে যাদের অসাধারণ অভিনয় ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি নাটকটির প্রযােজক এস কে সাহেদ আলী পাপ্পু ভাই ও ডিওপি কামরুল ইসলাম শুভ, মিউজক ডিরেক্টর আভরাল সাহির, এডিটর রমজান আলী ভাই সহ পুরো শিল্পী টিমকে। সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন ভাইয়ার প্রতি। শ্রদ্ধা ও ভালবাসা জানাচ্ছি নাটকের প্রতিটি গানের মূল শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের প্রতি।’

‘শিল্পী’ প্রসঙ্গে নাটকটির অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, ‘আমরা কিন্তু দর্শকদের জন্যই কাজ করি। সেখানে অনেক কাজের ভীড়ে কিছু কিছু কাজ তাদের কাছে হয়তো ভালো লাগে। তার মধ্যে ‘শিল্পী’ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। কাজটা দর্শকরা পছন্দ করেছে, এর জন্য অনেক বেশি ভালো লাগছে। আমি চেষ্টা করে যাচ্ছি সব রকমের গল্প ও চরিত্রে কাজ করে যাওয়ার। সিরিয়াস গল্প, রোমান্টিক, কমেডি, রমকম সব ধরণের কাজই করার চেষ্টা করছি আমি। সেখানে ‘শিল্পী’ সম্পূর্ণ বিনোদনমূলক একটা কাজ। গত বছরে আমরা যে একটা খারাপ সময় পার করেছি, সেটা থেকে এখনও বের হতে পারিনি। এরকম অবস্থার মধ্যে থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি দর্শকদের বিনোদন দিতে।’

রেকর্ডের অংশ হওয়া প্রসঙ্গে এই লাক্সতারকা বলেন, ‘কাজটা করার সময়ও ভাবিনি এটা এত অল্প সময়ে এরকম সাড়া পাবে। নাটকে ব্যবহৃত গানের কারণে হয়তো দর্শকদের এতটা কাছাকাছি পৌঁছেছে। একটা নাটকে গান কিন্তু ব্যবহার করা হয় গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে, যেন সেটা দর্শকরা কানেক্ট করে পারে। এখানেও তাই হয়েছে। ‘বুক চিন চিন করছে হায়’ তো সবখানেই ভাইরাল। বিয়ে বাড়ি থেকে শুরু করে সবখানেই গানটা বাজতে দেখছি, শুনছি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও একই অবস্থা।

ভীষণ ভালো লাগছে এরকম একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে। মহিদুল মহিম ভাই, আফরান নিশো ভাইসহ নাটকের সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেইসাথে ধন্যবাদ জানাই, নাটকের গানে ব্যবহৃত মূল গানের শিল্পীসহ সকল কলাকুশলীকে। পূর্ণিমা আপুকেও বিশেষ ধন্যবাদ জানাই। দর্শকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, সবসময় পাশে থাকার জন্য; ভালো ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য।’

প্রসঙ্গত, গেল জানুয়ারি মাসের ১৮ তারিখে ‘শিল্পী’ নাটকটি ইউটিউবে অবমুক্ত হয়। এরপর থেকেই অন্তর্জালে ভাইরাল হতে শুরু করে নাটকটি। প্রকাশের মাত্র ২৬ দিনে এটি কোটি ভিউয়ের রেকর্ড গড়ে। এর আগে সবচেয়ে কম সময়ে অর্থাৎ ৩৪ দিনে এই মাইলফলক ছুঁয়েছিলো ‘বড় ছেলে’ নাটক। সেই রেকর্ড ভেঙে এগিয়ে রইলো আলোচিত নাটক ‘শিল্পী’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ