কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে নিয়োগ পরীক্ষায় প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন মো. জাহিদুল হাসান।
বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ৮জন প্রার্থী অংশগ্রহন করেন।
এতে মো. জাহিদুল হাসান লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে মনোনীত হয়।
এসময় ডিজির প্রতিনিধি, চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমান, তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী, সদস্য মোস্তফা কামাল, আক্তার হোসেন পাটোয়ারী, আজিজুর রহমান পাটোয়ারী, বিশ্বনাথ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ওই বোর্ডে দায়িত্ব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য গোলাম খাজা, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আজাদ, তুলপাই বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবলীগ নেতা আরিফ হোসেনসহ অন্যান্যরা ।