মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে বিডি ক্লিন আয়োজিত পরিস্কার পরিচ্ছন্ন ও সচেতনতামূলক কার্যক্রম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর এই কাজটি হাতে নিয়ে চাঁদপুর শহরের বিডি ক্লিন। তারা মানুষ জনকে উদ্ভুদ্ধ করছেন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। তাদের এ কার্যক্রমকে স্বাগত ও অভিনন্দন জানাই।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, বিডি ক্লিন চাঁদপুর সভাপতি রাফি, সমন্বয়ক মিথিলা, মো. বোরহান মিয়াজি, মশিউর ইসলাম, নিহা, নাজিবসহ আরো অনেকে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিডি ক্লিনের পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন।