বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

হাইমচরে ২০ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চাঁদপুর হাইমচরে গৃহহীন ও ভূমিহীন ২০ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কলে সংযুক্ত হয়ে গৃহ ও ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ দলিল হস্তান্তর করা হয়।

এসময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগীদের উদ্দেশ্যে বলেন, ‘জাতির জনক শেখ মুজিবুর রহমান তার সারা জীবনটা এই গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তিনি এ সকল মানুষের ভাগ্য উন্নয়নে যে পরিকল্পনা করেছেন তা আজ বাস্তবায়ন হয়েছে।’

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহনাজ বেগম,উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিগ্যান চাকমা,মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার,৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সরকার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দসহ ইউপি চেয়ারম্যান, সুধি সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ