চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন নিবাসী ক্বারী মোঃ ফাজিল উদ্দিন ও মরহুমা ফাতেমা বেগম (সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের দাদা ও দাদী)-এর রুহের মাগফেরাত কামনায় মধ্য নওগাঁও এলাকায় গরিব, অসহায়, হাফেজসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত ২২ জানুয়ারি তাদের নিজ বাড়িতে এ কম্বল দেয়া হয়।
মরহুমের বড় ছেলে ও কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে ও মরহুমের বড় নাতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁও সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম ও নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ শাহজালাল, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ জসিম উদ্দন প্রধান।
আরো বক্তব্য রাখেন, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আবুল খায়ের, মরহুমের মেঝো ছেলে মোঃ নান্নু মিয়া, মেঝো নাতি মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
মরহুমের ছোট ছেলে মোঃ হেলাল উদ্দিন, মেয়ে নুরজাহান ও বেবী, বড় নাতি রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির ও মেঝো নাতি মোঃ শাকিল-এর সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।