শিরোনাম
কচুয়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক রাশিয়া থেকে মোংলায় এলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি করোনায় একদিনে শনাক্ত ১৪০ জন নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে: শিক্ষামন্ত্রী দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নিহত ২ কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিয়ে করলেন গায়ক ইমরান গাজীপুর সিটিতে বৃহস্পতিবার ভোট, চলছে ব্যাপক প্রস্তুতি কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয় তা দেখিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ জন নিউইয়র্কে বাণিজ্য মেলা সেপ্টেম্বরে, আবেদন ৩১ মে`র মধ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে পুলিশ: আইজিপি সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত কচুয়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৮২৯ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন

আবদুল করিম পাটওয়ারী ছিলেন সততা ও নিষ্ঠার উজ্জল দৃষ্টান্ত

চাঁদপুর প্রতিনিধি / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সফল চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল করিম পাটওয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাদআছর তালতলাস্থ পাটওয়ারী বাড়ি জামে মসজিদে পারিবারিকভাবে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম আবদুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সালাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলে মরহুমের কবর জিয়ারত করেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আব্দুল করিম পাটওয়ারী ছিলেন একজন সৎ ব্যক্তি। যিনি চাঁদপুরে পৌরসভায় প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি সৎ রাজনীতির ব্যক্তিত্ব ছিলেন। সৎ ও নিষ্ঠার প্রতীক ছিলেন। তার কথা স্মরণ করলে সৎ ও যোগ্য ব্যক্তির ছাঁয়া চোখের সামনে ভেসে উঠে। মরহুম আবদুল করিম পাটওয়ারীর ছিলেন সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।

বক্তারা আরো বলেন, মরহুম আবদুল করিম পাটওয়ারী চাঁদপুরের অনেক উন্নয়নে অবদান রেখে গেছেন। এ ধরনের মানুষের জন্ম বারবার হওয়া প্রয়োজন। সুন্দর চাঁদপুর বির্নিমানে গুণিজনদের অনুস্মরণ প্রয়োজন রয়েছে। তিনি রাজনীতির পাশাপাশি সমাজসেবাও করেছেন। তাঁর মতো লোকদের সমাজে অনেক অভাব রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মাসুম পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ভূইয়া, মনজুর আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, বিএলএফ কমান্ডার হানিফ পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম সম্পাদক আবু পাটওয়ারী, সালাউদ্দিন মো. বাবর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ