চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়মূলক কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) তিনি এসব কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার নুর আহমেদ, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বপন মাহমুদ ও ইউপি সচিব।
উল্লেখ্য, নবাগত ইউএনও সানজিদা শাহনাজ যোগদানের পর থেকে নিজেই সরাসরি সরকারের উন্নয়নমূলক কাজগুলো সরেজমিন বিভিন্ন ইউনিয়নে গিয়ে মাঠ পর্যায়ে পরিদর্শন শুরু করেছেন।