চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬ ও ৮ নং ওয়ার্ডে নৌকা প্রার্থীর বিজয়ের লক্ষে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে ৬নং ওয়ার্ড মকিমাবাদ মেয়র প্রার্থী আ. স. ম মাহবুব-উল আলম লিপনের বাসভবনে ৩য় দিনের প্রথম কর্মী সভা অনুষ্ঠিত হয়। পরে একই দিন বিকালে টোরাগড় ৮ নং ওয়ার্ডের সওদাগর পাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উভয় ওয়ার্ড আয়োজিত কর্মীসভাতে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, কোষাধ্যক্ষ আলহাজ আসফাকুল আলম চৌধরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, বর্তমান যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারন সম্পাদক আবু ইউসুফ মহন গাজী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীসহ উপজেলা ও পৌর এবং স্ব-স্ব ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।